শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:৪০

দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ বিনির্মাণ আমাদের লক্ষ্য : দুদক চেয়ারম্যান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নবনিযুক্ত চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের জনাব, মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, ‘দুর্নীতিমুক্ত সমাজ, দেশ আমরা সবাই চাই। দুর্নীতি বিরুদ্ধে আমরা সবাই একমত। কিন্তু তারপরও পৃথিবীর সবদেশে কম-বেশি দুর্নীতির প্রকোপ আছে। আমাদের লক্ষ্য হবে দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ বিনির্মাণ। দুদকে চেয়ারম্যান হিসেবে যোগদানের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জনাব, মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘দুর্নীতি দমনে সুনির্দিষ্ট আইন রয়েছে। বাংলাদেশ বিদ্যমান প্রতিটি আইনই দুর্নীতিবিরোধী। আমরা চেষ্টা করবো দুর্নীতিবিরোধী এসব আইনের নিখুঁত ও নির্মোহ প্রয়োগ করতে।
তিনি আরও বলেন, ‘দুর্নীতি নিয়ন্ত্রণে কমিশন বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী পরিচালিত হবে। অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে আমরা কোনো কাজ করবো না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদকের অনুসন্ধান বা তদন্তে দীর্ঘসূত্রতা কমিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখা হবে। দুর্নীতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা নিয়ে আমার আমাদের দায়িত্ব পালন করতে চাই। এক্ষেত্রে কৃষক থেকে শুরু করে গণমাধ্যমসহ সকলের সার্বিক সহযোগিতা আমরা প্রত্যাশা করি।
বেসিক ব্যাংকের মামলার তদন্তে দীর্ঘসূত্রতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কেবল এসেছি। কেন বা কি কারণে এসব মামলার তদন্ত বিলম্ব হচ্ছে তা আমাদের জানতে হবে। তারপর এসব বিষয়ে কথা বলা যাবে। দুদকে নতুন চেয়ারম্যানের যোগদানের পাশাপাশি কমিশনার হিসেবে একই দিন যোগদান করেছেন বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান জনাব, মোঃ জহুরুল হক।