বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:২৭

ভারত থেকে ফেরার সময় এক যুবক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে রবিউল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বিজিবি আর এই ঘটনা দিনাজপুরের হিলি সীমান্তে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি গোয়েন্দা সংস্থা।
বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার সময় হিলি রেলওয়ে স্টেশনের পেছনের সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
হিলি গোয়েন্দা সংস্থার সুত্রে জানান যায়, আটককৃত রবিউল আলী গত ৫দিন পূর্বে উপজেলার চুড়িপট্রি খেলার বড় মাঠ এলাকা দিয়ে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। বুধবার (১০ মার্চ) সকালে জয়পুরহাট এর অধীনে সিপি ক্যাম্পের কর্তব্যরত সৈনিক সাইফুল ইসলামের সহযোগীতায় তাকে আটক করা হয়।
আটককৃত যুবক হাকিমপুর উপজেলার বালুচর গ্রামের হাসান আলীর ছেলে রবিউল আলী (২০)।