ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০টি স্বর্ণের বার সহ আব্দুল ওহাব নামে একজনকে আটক করেছে বিজিবি আর এই ঘটনা যশোরের বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে। মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী ইজিবাইক তল্লাশিকালে তাকে আটক করে।
ভারতে পাচারের জন্য এক কেজি একশ গ্রাম ওজনের ওই ১০টি স্বর্ণবার নিয়ে যাওয়া হচ্ছিল। আটক স্বর্ণ পাচারকারী আব্দুল ওহাব বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে একটি স্বর্ণ চালান ভারতে পাচার হবে। এরপর বিজিবি সীমান্তের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করে।
আমড়াখালী বিজিবি চেকপোস্টে কর্মরত হাবিলদার মো. নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল নাভারন থেকে বেনাপোলমুখি একটি ইজিবাইক থামিয়ে যাত্রী ওহাবের শরীর তল্লাশি করে।
এ সময় অভিনব কায়দায় আসামির প্যান্টের কোমরের মধ্যে বিশেষ ব্যবস্থায় বাঁধা ১০টি স্বর্ণের বার (১.১৬৬ কেজি) উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা। আটক ওহাব এই স্বর্ণবার ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল জনাব, সেলিম রেজা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।