ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধক টিকা নিয়েছেন। (৪ মার্চ) বিকালে তিনি করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জনাব, ইমরুল কায়েস রানা।
গত ২৭ জানুয়ারি বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ডের পরীক্ষামূলক প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে গণ টিকাদান শুরু করা হয়।
(৩ মার্চ)পর্যন্ত বাংলাদেশে করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ৪৬ লাখ ৫৫ হাজার ৪৬৪ জন মানুষ। এরমধ্যে ৩৪ লাখ ৬০ হাজার ১৫৯ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহণকারীদের মধ্যে ২২ লাখ ২১ হাজার ২৬৯ জন পুরুষ এবং ১২ লাখ ৩৮ হাজার ৮৯০ জন নারী রয়েছেন।