ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাঁজাসহ স্বামী এবং স্ত্রীকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ আর এই ঘটনা কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি ৯শ গ্রাম ও পরিত্যক্ত অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (৩ মার্চ) দুপুরে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব ষ্টেশনে থামলে ওরা সস্ত্রীক ট্রেন থেকে নেমে প্লাটফর্ম দিয়ে যাবার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো হবিগঞ্জের চুনারুঘাট থানাধিন ইখরতলা গ্রামের খোকন মিয়ার স্ত্রী সুফিয়া বেগম, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধিন নলগড়িয়া গ্রামের মস্তু মিয়ার ছেলে সাদ্দাম। আটককৃতরা সম্পর্কে স্বামী স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদাউস আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের ১নং প্লাটফরম থেকে উল্লেখিতদের আটক করা হয়। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে রেলত্তয়ে থানায় পুলিশ বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেছে।