বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:৪৬

আগুন নিয়ন্ত্রণে এসেছে কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আর এই ঘটনা রাজধানীর কারওয়ান বাজারের। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট একযোগে কাজ করে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটলে তা ১০টা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এই বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ জানান, রাত ৯টা ৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে চারটি ইউনিট আগুন নেভাতে যায়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরহাদুল আলম বলেন, কিভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি। প্রথমে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরে আরো ৫টি ইউনিট বাড়ানো হয়।