সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:২১

নববধূ আত্মহত্যা করেছেন শ্বশুরবাড়ি যাওয়ার আগেই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আত্মহননের পথ বেছে নিয়েছেন সাতক্ষীরার এক কলেজছাত্রী কারণ নিজের অমতে বিয়ে এবং তাই শ্বশুরবাড়ি যাওয়ার আগেই ক্ষুব্ধ হয়ে এই আত্মহত্যা করেছেন। শুক্রবার গভীর রাতে পরিবারের অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
আত্মহননকারী নবনিতা মণ্ডল সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের তেতুলডাঙা গ্রামের সরোজিত মণ্ডলের মেয়ে এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। নিজ বাড়িতেই এ আত্মহত্যার ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, খুলনা জেলার কয়রা উপজেলার শ্রীহরিতলা গ্রামের হিরন্ময় বর্মার ছেলে পরিমল বর্মার সঙ্গে কিছুদিন আগে নবনিতার কোর্ট রেজিস্ট্রি করে বিয়ে সম্পন্ন করেন পরিবারের লোকজন। এ বিয়েতে তার মত ছিল না। তারপরও তাকে এ বিয়েতে সম্মতি দিতে বাধ্য করা হয়।
আগামী সোমবার নবনিতাকে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার আয়োজন করা হয়। এরই মধ্যে তিনি অভিমান করে আত্মহত্যা করেন।
সাতক্ষীরার ব্ররাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শরিয়ত উল্লাহ জানান, মেয়েটির সঙ্গে কারও প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে নবনিতার হাতে লেখা কয়েকটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, তার অমতে বিয়ে দেওয়ার ঘটনায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় হিন্দু ধর্মমতে নবনিতার লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়।