ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লক্ষীপুর দক্ষিণপাড়ায় যুবককে গলা কেটে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে গোয়েন্দা পুলিশ আর এই ঘটনা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মো. বিপুল হাসান মিন্টুকে (২২) গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ৪নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব, একেএম রওশন জাহানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
মিন্টুর বরাত দিয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, মো. বিপুল হাসান মিন্টু ও নিহত হাসান মিয়া (১৯) বন্ধু। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় দুজনেই একসঙ্গে গাঁজা সেবন করে। অতিরিক্ত গাঁজা সেবনের কারণে হাসান নেশাগ্রস্ত হয়ে মিন্টুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু গাঁজা কাটার ছুরি দিয়ে গলা কেটে হাসানকে হত্যা করে।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, তার দেয়া বর্ণনামতে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে ডিবি পুলিশ।