ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভারত থেকে বোতলজাত ফেনসিডিল কিনে এনে নতুন করে বোতলজাত করে বিক্রি করছে একটি চক্র। এ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ।
রোববার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম স্বপন (৩০)। তিনি আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার বিদ্যাসাগরের ছেলে।
আড়াই লিটার ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে পুলিশ। থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্বপন বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ফেনসিডিল সংগ্রহ করে অধিক লাভের আশায় বোতলে পানি মিশিয়ে পৌর শহরের বিভিন্নস্থানে বিক্রি করতেন। এ সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেফতার করা হয় এবং দুই লিটার ৫০০ গ্রাম ফেনসিডিল জব্দ করা হয়।