রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:২৪

মাটিচাপা অবস্থায় এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের পাঁচ দিন পর মাটিচাপা অবস্থায় ইনসান শিকদার (৩৩) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মোল্লাকান্দি ইউনিয়ের ঢালীকান্দি এলাকায় নিহতের বাড়ির পাশের পুকুরপাড়ে মাটিচাপা অবস্থায় থাকা লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
ইনসান স্থানীয় মোল্লাবাড়ি এলাকার ফিজউদ্দিনের ছেলে। এর আগে ১৩ই ফেব্রুয়ারি রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ইনসান।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, স্থানীয়রা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে যেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা খোঁজে বের করা হবে।