শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৫

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে আর এই ঘটনা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। বৃহস্পতিবার রাতে কাপ্তাই সড়কের উপজেলার ইছাখালী জেলেপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. মামুন (২৪) উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে ও মো. সাইয়িদ আব্দুল্লাহ (২০) রাঙ্গুনিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন ও আব্দুল্লাহ মোটরসাইকেলে উপজেলার বুড়ির দোকান এলাকার লায়লা কমিউনিটি সেন্টারে তাদের এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে ইছাখালী জেলেপাড়া এলাকায় এলে একটি প্রাইভেটকারকে অতিক্রম করতে গিয়ে গাড়িটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজনেই গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মামুনের মৃত্যু হয়। পরদিন শুক্রবার সাইয়িদ আবদুল্লাহ চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। আগামী মাসে প্রবাসে যাওয়ার কথা ছিল মামুনের। চট্টগ্রামের ইসলামিক ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আবদুল্লাহ।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. মাইনুল করিম জানান, সারা শরীরে আঘাতসহ দুজনের মাথায় গুরুতর জখম হয়েছিল।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুব মিল্কি জানান, থানায় মামলা হয়েছে। প্রাইভেটকার ও মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে।