ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গ্যাস বা তেল নেয়ার কথা বলে মালিককে এবং পরে রাস্তায় বেরিয়ে প্রকাশ্যে ছিনতাই করা গাড়িচালক গ্রেপ্তার। প্রাইভেটকারের চালকের বেশে ছিনতাই করে সুমন। এই চক্রটি রাজধানীতে প্রাইভেটকার নিয়ে বিভিন্ন সড়কে রেকি করে আগে থেকে। পরে টার্গেট ব্যক্তির ব্যাগ বা মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় চলন্ত গাড়ি থেকেই। এমনই একটি ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরায়। এসময় গাড়ির নিচে চাপা পড়া থেকে অল্পের জন্য রক্ষা পান এক নারী।
১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় ওই নারীসহ কয়েকজন রাস্তায় গল্প করছিলেন। এ সময় গাড়িচালক সুমন তার ব্যাগ ধরে টান দেন। চলন্ত গাড়ির পাশে দৌঁড় দিয়ে কিছুক্ষণ প্রতিরোধ গড়ে তুললেও পরে হাল ছেড়ে দেন তিনি। তবে, মাটিতে পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হন এবং তিনি একজন স্কুল শিক্ষিকা। রাজধানীর উত্তরা থেকে ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে সে বেশক’টি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। যার সবক’টির ধরণ একই।
পুলিশ বলছে এক হাতে গাড়ি চালানো অন্য হাতে ছিনতাই। অপরাধের এ ধরনটি পুরানো। তবে সম্প্রতি তা অনেকাংশে কমে গিয়েছিল। এসব ক্ষেত্রে সংঘবদ্ধ দল নয় একাই ছিনতাই করা হয়ে থাকে। এ ঘটনার পর উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়। ঘটনার দুই দিন পর রাজধানী থেকে সেই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।