ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি মুরগির খামারে লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে আর এই ঘটনা বগুড়ার শাজাহানপুর উপজেলায়।
বুধবার দুপুরে উপজেলার শাজাহানপুর অবস্থিত তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-পঞ্চগড় জেলার সদর উপজেলার নারায়ণ চন্দ্র (২৫) ও রশিদুল ইসলাম (২০)।
প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ (পোল্ট্রি ফার্ম) আলমগীর হোসেন বলেন, নারায়ণ ও রশিদুল লিফটে করে মুরগির খাবার নিয়ে সাত তলায় যাচ্ছিলেন। ছয়তলায় পৌঁছামাত্রই লিফটের ক্যাবল ছিঁড়ে মাটিতে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।