শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:২৩

রেক্টিফায়েড স্পিরিট সেবন করে ৮ জনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বগুড়ার সদর উপজেলার পুরান বগুড়া, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় বিষাক্ত রেক্টিফায়েড স্পিরিট সেবন করে আট জন মারা গেছে। খবর বিবিসি বাংলার।
এই বিষয়ে দায়ের করা এক মামলার অভিযোগে তিনটি হোমিও দোকানের বিরুদ্ধে এই স্পিরিট, যা স্থানীয়ভাবে মদ হিসেবে পরিচিত, তা বিক্রির অভিযোগ এসেছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির বলছেন, মৃতদের কয়েকজনের পরিবার থেকে মদ্যপানের বিষয়টি অস্বীকার করা হয়েছে, তবে ঘটনার তদন্ত চলছে।
তিনি বলেন, বিষাক্ত মদপানের কারণেই আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে। আমরা অভিযান চালিয়ে যাচ্ছি অভিযুক্তদের ধরার জন্য।
নিহতদের একজনের ভাই সদর থানায় তিনটি হোমিও দোকানকে অভিযুক্ত করে মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় একজন সাংবাদিক বলছেন রবিবার (৩১ জানুয়ারি) রাতে বগুড়া শহরের তিন মাথা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে আগত কয়েকজন পাশের একটি হোমিও দোকান থেকে সংগ্রহ করা মদ পান করেন, যা ছিলো আসলে রেক্টিফায়েড স্পিরিট।
আবার শহরের কালিতলা এলাকাতে কয়েকজন মদপান করে বাড়ি ফিরে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মধ্যে একজন বাড়িতেই আর সাতজন হাসপাতালে নেয়ার পর মারা যায়।