শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:০৫

আবাসিক হোটেলের পেছন থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবাসিক হোটেলের পেছন থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করা লাশটির পরিচয় জানা গেছে আর এই ঘটনা সিলেটে। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামের গ্রামের চেরাগ আলীর ছেলে। তার নাম রেজাউল করিম (৫০)। তিনি একজন পল্লী চিকিৎসক।
সোমবার (১ ফেব্রুয়ারি) নগরীর লালবাজারস্থ হোটেল মোহাম্মদীয়া আবাসিকের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানান, সোমবার দুপুরে স্থানীয় ব্যবসায়ীরা হোটেল মোহাম্মদীয়া আবাসিকের পেছনে একটি লাশ দেখতে পেয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে লাশ পাঠায় পুলিশ।
পরে তার পরিচয় জানা যায়।
এদিকে, এই ঘটনায় হোটেল মোহাম্মদীয়ার ম্যানেজার আব্দুর রউফ চৌধুরী (৪৪), সহকারী ম্যানেজার শামীম (২১), হোটেল কর্মচারী দেলোয়ার (২১) ও ফরিদ (২৪)-কে কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জনাব, বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, এই চারজনকে আটক নয়, থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক বা ছেড়ে দেয়ার বিষয়টি পরে জানানো হবে।