ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সেরাম থেকে ভারত সরকার যে দামে ভ্যাকসিন কিনবে এবং সেই একই দামে ভ্যাকসিন বাংলাদেশ পাবে বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব, জাহিদ মালেক।
তিনি বলেন, আমরাই সবচেয়ে কম দামে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছি। ভারত সরকার সেরামের কাছ থেকে যে দামে ভ্যাকসিন ক্রয় করবে সেই একই দামে আমাদের দিতে হবে বলে চুক্তিতে রয়েছে। বাংলাদেশ সরকার, সেরাম এবং বেক্সিমকো মিলে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। এই চুক্তির ভিত্তিতে টিকা পেয়েছি।
সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের একাদশ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে আনিত বিলের ওপর আনিত সংশোধনী প্রস্তাবে সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে মন্ত্রী একথা বলেন।