ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শীর্ষস্থানীয় গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স লিমিটেড দেশের স্বনামধন্য, সুপরিচিত উইকেড এসইউভি সুজুকি ভিটারা ব্রেজা গাড়ি ভার্চুয়াল উদ্বোধন এর মাধ্যমে বাজারজাত শুরু করল।
নতুন ভিটারা ব্রেজা আকর্ষণীয় এবং বোল্ড লুকে নতুন ফিচার আর প্রিমিয়াম ইন্টিরিয়র নিয়ে বাজারে এলো।
স্মার্ট হাইব্রিড প্রযুক্তির ও উন্নত স্বয়ংক্রীয়ট্রান্সমিশনের সাথে শক্তিশালী ১৫০০ সিসিরকে সিরিজ পেট্রোল ইঞ্জিন সজ্জিত ভিটারা ব্রেজায় রয়েছে গ্রাহকের জন্য অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য।
গাড়িটির বিস্তারিত জানতে সুজুকির অফিসিয়াল ওয়েবসাইটে www.suzukicar.com.bdw ভিজিটকরুন।
উত্তরা মোটর্স লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড রহমান এবং হেড অব বিজিনেস প্লানিং, নাঈমূর রহমান ভার্চুয়াল উদ্বোধন এর মাধ্যমে নতুন ভিটারা ব্রেজা এর আনুষ্ঠানিক বাজারজাত করনের ঘোষনা দেন।
নতুন ভিটারা ব্রেজার দুটিপৃথক ভেরিয়েন্টর য়েছে, সিঙ্গেল টোনভেরিয়েন্টও ডুয়েল টোন ভেরিয়েন্ট।
সিঙ্গেল টোন ভেরিয়েন্টের দাম ২৪ লাখ ৫০ হাজার টাকা এবং ডুয়েল টোন ভেরিয়েন্টের দাম ২৫ লাখ ৫০ হাজার টাকা।