বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:১১

৩ জন বিমানকর্মীর ১৪ বছর কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন কর্মীকে ছয় বছর আগে দুবাইফেরত একটি ফ্লাইট থেকে ৬২ কেজি ৭৭৪ গ্রাম স্বর্ণ উদ্ধারের মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা বিশেষ ক্ষমতা আইনে এই মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- বিমানের এয়ারক্র্যাফট মেকানিক আনোয়ারুল হাসান, আবু সালেহ ও আক্তারুজ্জামান।
কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজুর রহমান তোতা জানান।
এর আগে ২০১৮ সালের ৪ অক্টোবর মামলটির অভিযোগ গঠন করেন আদালত। এই মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালে ২ ফেব্রুয়ারি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬২ কেজি ৭৭৪ গ্রাম স্বর্ণের বারসহ আবু সালেহ, আনোয়ারুল আহসান ও আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
পরে ওই তিন স্বর্ণ চোরাচালানকারীকে আসামি করে রাজধানীর বিমানবন্দর থানায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি সহকারী রাজস্ব কর্মকর্তা মামলাটি দায়ের করেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মতিন তালুকদার এই ঘটনায় ১৫ মার্চ বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৭ সালের ২০ ডিসেম্বর তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়।