ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ভারতের চেন্নাইয়ে ১৪তম আসরের নিলাম শুরু হবে আগামী ফেব্রুয়ারির ১৮ তারিখে। বুধবার (২৭ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এবার সর্বাধিক ২২ খেলোয়াড় রেখে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের স্কোয়াডে রেখেছে কেবল ১২ খেলোয়াড়।
সবচেয়ে বেশি ৫৩.২০ কোটি ভারতীয় রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে কিংস ইলেভেন পাঞ্জাব। এর পরে আছে ব্যাঙ্গালুরু। কোহলির দল নিলামে নামবে ৩৫.৯০ কোটি ভারতীয় রুপি নিয়ে। কলকাতা নাইট রাইডার্স ও হায়দ্রাবাদ নিলামে নামতে পারে কমপক্ষে ১০.৭৫ কোটি ভারতীয় রুপি নিয়ে।
আগামী মৌসুমে রাজস্থান রয়্যালসের নেতৃত্বে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। স্টিভ স্মিথকে ছেড়ে দিয়েছে তারা। এবার ৩৪.৮৫ কোটি ভারতীয় রুপি নিলাম করতে যাওয়া রাজস্থান তিনজন বিদেশি তারকাকে দলে নেওয়ার দিকে নজর রাখবে।
অন্যদিকে পাঁচজন বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ করবে পাঞ্জাব। মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিবি প্রত্যেকে চারজন করে বিদেশি খেলোয়াড় কিনতে পারে।
আশা করা হচ্ছে, এবারের নিলাম হবে সংক্ষিপ্ত সময়ের জন্য। কেবল একদিনের জন্য হতে পারে এই ইভেন্ট।