শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৩১

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি জনাব, মো. আবদুল হামিদের সঙ্গে। সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে যান সরকারপ্রধান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জনাব, মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও অবহিত করেন।
প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মহামারী মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। তিনি আশা করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
স্পিকার এসময় সংসদে ভাষণ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।
সংবিধানের বিধান অনুযায়ী সোমবার সংসদে বছরের শুরুর অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি জনাব, মো. আবদুল হামিদ।