ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী মো. মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ আর এই ঘটনা নরসিংদীর রায়পুরা উপজেলায়। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হুগলাকান্দি গ্রামে শ্যামলী নামে ওই গৃহবধূ আত্মহত্যা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. রিয়াজ উদ্দিন। তিনি বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহতের মা রাবেয়া বাদী হয়ে নিহতের স্বামীসহ পাঁচজনের নামে থানায় মামলা দায়ের করেছেন।
তিনি আরও বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এর পাশাপাশি নিহতের স্বামী মো. মানিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।