বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:১৯

৩ ঘণ্টা হাজতবাস করেন, সাংবাদিক পরিচয়ে মামলা করতে গিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মামলা করতে গিয়ে ৩ ঘণ্টা হাজতবাস করেছেন চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে এক মুদি দোকানি। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক জনাব, মো. শফি উদ্দিন বৃহস্পতিবার মোহাম্মদ আইয়ুব নামে ওই ব্যক্তিকে হাজতবাসের আদেশ দেন।
আইয়ুব আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নের মো. শফির ছেলে।
আদালত সূত্র জানায়, আইয়ুব নিজেকে ‘দৈনিক বর্তমান কথা’ পত্রিকার চান্দগাঁও প্রতিনিধি ও ‘তিতাস টিভি’র বিশেষ প্রতিনিধি পরিচয় দিয়ে চন্দনাইশের মোসলেম উদ্দিন নামে একজনের বিরুদ্ধে এক লাখ টাকার চাঁদাবাজির মামলা করতে যান। মামলার আর্জিতে তিনি উল্লেখ করেন, ২৮ নভেম্বর বহদ্দারহাট এলাকার একটি রেস্টুরেন্টে অবস্থানকালীন আসামিদের হামলার শিকার হন। এ সময় তার সঙ্গে থাকা টাকা ও প্যানড্রাইভ ছিনিয়ে নেওয়া হয়।
কথাবার্তায় মো. আইয়ুবকে নিয়ে সন্দেহ হলে বিচারক বলেন, আপনি তো সাংবাদিক। আমার পরিবারের জন্য করোনার প্রতিষেধক দরকার- এই লাইনটি খাতায় লিখে দিন। তখন তা লিখতে পারেননি আইয়ুব।
পরে স্বীকার করেন, তিনি একজন মুদি দোকানদার, সাংবাদিক নন। বিচারক কোর্ট পুলিশকে ডেকে তাকে আটকের আদেশ দেন এবং হাজতবাসে পাঠান। ৩ ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।