শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১০:৩২

ঘর তালাবদ্ধ অবস্থায় বালতির পানিতে ডুবে মারা যায় শিশু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যখন-তখন আপনার বাড়িওয়ালা বাড়ির ভাড়া বাড়িয়ে দেওয়ার কথা বলছেন এটা খুবই স্বাভাবিক ঘটনা। তবে অগ্রিম ভাড়া না দেয়ায় ঘরে তালা, এটা মেনে নেওয়া বড়ই কষ্টকর।
নতুন খবর হচ্ছে, অগ্রিম ঘরভাড়া দিতে পারেননি কাঠমিস্ত্রি ইমদাদুল ইসলাম। তাতেই ক্ষিপ্ত হয়েছেন বাড়িওয়ালা। বাড়িভাড়া না দেয়ার কারণে ছয় মাসের শিশুকন্যাসহ তার স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে রাখেন। ঘর তালাবদ্ধ অবস্থায় বালতির পানিতে ডুবে মারা যায় শিশু আজিজা তাসমিয়া।
গত সোমবার (১১ জানুয়ারি) খুলনা মহানগরীর হরিণটানা রিয়াবাজার এলাকায় বাড়িওয়ালা মো. নওশেরের বাড়িতে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।