শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:০৫

৩ জন আটক করা হয়েছে ফেসবুক আইডি হ্যাক করার প্রতারণার আভিযোগে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার আভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) জনাব, মো. ওয়ালিদ হোসেন জানান, ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।