বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৯

স্বর্ণের দাম কমেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে স্বর্ণের দাম কমেছে মধ্য প্রাচ্যের দেশ কাতারে। ফলে ২০২১ সালের শুরুতে সুলভ মূল্যে স্বর্ণের গহনা কেনার সুযোগ রয়েছে।
১১ জানুয়ারি কাতারের কয়েকটি জুয়েলারি সোনার যে সর্বশেষ রেট জানা গেছে, তা তুলে ধরা হচ্ছে-
২৪ ক্যারেট প্রতি গ্রাম ২২৭ রিয়াল।
২২ ক্যারেট প্রতি গ্রাম ২১৩.৫ রিয়াল।
২১ ক্যারেট প্রতি গ্রাম ২০০ রিয়াল।
১৮ ক্যারেট প্রতি গ্রাম ১৭৪.৫ রিয়াল।
মনে রাখা ভালো, ১১.৬৬ গ্রামে এক ভরি হয়ে থাকে।
তবে আলফারদান থেকে যদি স্বর্ণের বার কেনার আগ্রহ থাকে, সেক্ষেত্রে ২৪ ক্যারেট প্রতি ১ গ্রামের দাম পড়বে ২৬২ রিয়াল।তবে সোনার অলংকার কেনার সময় উপরে উল্লেখিত এই প্রতি গ্রামের মূল্যের সঙ্গে মেকিং চার্জ বা বানানোর খরচ যোগ হয়ে থাকে যা ডিজাইনের উপর নির্ভর করে।
১ কাতারি রিয়াল = ২৩.১৪ টাকা
বাংলাদেশে স্বর্ণের দামঃ
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ৬ জানুয়ারি থেকে নির্ধারিত দাম:
22 CARAT GOLD (CADMIUM) PER GRAM 6400 BDT
21 CARAT GOLD (CADMIUM) PER GRAM 6130 BDT
18 CARAT GOLD (CADMIUM) PER GRAM 5380 BDT
TRADITIONAL METHOD GOLD PER GRAM 4495 BDT
22 CARAT SILVER (CADMIUM) PER GRAM 130 BDT
21 CARAT SILVER (CADMIUM) PER GRAM 123 BDT
18 CARAT SILVER (CADMIUM) PER GRAM 105 BDT
TRADITIONAL METHOD SILVER PER GRAM 80 BDT
২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৭৪ হাজার ৬৫০ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৭১ হাজার ৫০০ টাকা।
১৮ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬২ হাজার ৭৫২ টাকা।সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫২ হাজার ৪৩০ টাকা।
ভারতে স্বর্ণের দামঃ ১০ জানুয়ারিওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (WBBMJA)।
খাঁটি সোনা (২৪ ক্যারাট): ৫১,১০০ টাকা/ ১০ গ্রামগিনি সোনা (২২ ক্যারাট): ৪৮,৪৮০ টাকা/ ১০ গ্রাম
হলমার্ক গয়নার সোনা (২২ ক্যারাট): ৪৯,২০০ টাকা/১০ গ্রামরুপোর বার: ৬৭,৮০০ টাকা/কিলোগ্রাম