ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডিবি পুলিশ পরিচয়ে ৬লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আশুলিয়ায় দুই ক্ষুদ্র ব্যবসায়ীর। পরে ওই ব্যবসায়ীদের মারধর করে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ফেলে রেখে চলে যায় ছিনতাইকারীরা।
রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার ইপিজেড (নতুন জোন) এলাকায় এ ঘটনা ঘটে। পরে একই দিন বিকালে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ব্যবসায়ী মোশারফ হোসেন ও হেলাল উদ্দিন জানান, ইসলামী ব্যাংক ইপিজেড শাখা থেকে টাকা উত্তোলন করে রিকশাযোগে রওনা হয়েছিলেন তারা। কিছুদূর যেতেই পাশ দিয়ে একটা সাদা প্রাইভেটকার এসে তাদের গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক গাড়িতে উঠায়। পরে তাদের চোখ মুখ বেঁধে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। ব্যাংক থেকে উত্তোলন করা নগদ ৫ লাখ ৬৮ হাজার টাকাসহ তাদের পকেটে থাকা টাকাও ছিনিয়ে নেয়। এরপর গাজীপুরের চন্দ্রা ত্রিমূড় এলাতা পার হয়ে অজ্ঞাত স্থানে গাড়ি থেকে তাদের নামিয়ে দেয়। সেখান থেকে এসে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেন।
মোশারফ হোসেন ঢাকার লালবাগে থাকেন এবং পুরোনো প্লাস্টিক ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন। তার স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার শিবচর থানা। অপরজন হেলাল উদ্দিন আশুলিয়ার দক্ষিণ বাইপাইলে ভাড়া থাকেন। তার স্থায়ী ঠিকানা মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পরই তিনি তদন্ত শুরু করেছেন। পাশাপাশি ছিনতাইকারীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এরআগে গত ২৫ ডিসেম্বর আশুলিয়া থেকে এক স্বর্ণব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই করে। একের পর এক এমন ছিনতাইয়ের ঘটনায় আশুলিয়াবাসী উদ্বিগ্ন।