বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:৫২

ডিএসসিসি রিক্সাকে লাইসেন্স দিবে: মেয়র।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেয়র ঢাকা দক্ষিণের জনাব, ফজলে নূর তাপস জানান, রাজধানীতে অবৈধ রিক্সা চলাচল বন্ধ থাকবে। দক্ষিণ সিটি কর্পোরেশনে রিক্সার লাইসেন্স দেবে। রবিবার নগর ভবনে অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন বিষয়ক অনুষ্ঠানে তিনি একথা জানান।
গত বছরের মাঝামাঝি সময় থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারি-ইঞ্জিনচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। এবার চলতি বছরের শুরুতেই ঢাকা দক্ষিণের মেয়র অবৈধ রিক্সা বন্ধে তৎপর হয়েছেন।
এসময় নিজ মালিকানাধীন ব্যাংকে সিটি করপোরেশনের শত শত কোটি টাকা স্থানান্তর নিয়ে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন উত্থাপিত দুর্নীতির অভিযোগ বিষয়ে তাপস বলেন, দেশের সকল ব্যাংক দেশের নিয়মানুযায়ী বিভিন্ন সংস্থা থেকে আমানত সংগ্রহ করে, এতে অনৈতিক কিছু নেই। দুর্নীতি হয় যখন কেউ উৎকোচ গ্রহণ করে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে জানিয়ে মেয়র তাপস বলেন, কেউ এটা বাধাগ্রস্ত করতে পারবে না।