ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমিতে চাষ করতে গিয়ে পাওয়ার টিলারের নিচে পড়ে কায়ুইম মোল্যা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে আর এই ঘটনা ফরিদপুরের সালথায়।
উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগুলদিয়া মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত কায়ুইম তুগুলদিয়া গ্রামের শাহা মোল্যার ছেলে।
তুগুলদিয়া গ্রামের বাসিন্দা বজলু হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজের পাওয়ার টিলার নিয়ে তুগুলদিয়া মাঠে জমি চাষ করতে যায় কায়ুইম। এই সময় লাঙ্গলে জড়িয়ে থাকা ঘাস পরিস্কার করতে গিয়ে পাওয়ার টিলারের নিচে পড়ে যান তিনি।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মাদ আলী জিন্নাহ।