বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:১২

ভুয়া ফেইসবুক আইডি আইনমন্ত্রীর নামে এবং থানায় জিডি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী জনাব, আনিসুল হকের ব্যক্তিগত কোন ফেইসবুক আইডি না থাকলেও সম্প্রতি তার নামে বেশ কিছু আইডি লক্ষ্য করা গেছে। সামাজিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই এসব আইডি খোলা হয়েছে বলে দাবি করা হয়েছে।
আইনমন্ত্রীর নামে কোন ফেইসবুক আইডি না থাকলেও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তাঁর নামে বেশ কিছু ভুয়া ফেইসবুক আইডি খোলা হয়েছে। এসব ফেইসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে যা আইনমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানায় এই বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। জিডি নং ২২৫ ।