ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিয়োজিত সম্মুখ সারির কর্মী, রোগ প্রতিরোধহীন ও ক্ষমতাহীন জনগোষ্ঠী এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাস মোকাবেলায় ভ্যাকসিন প্রদান করা হবে।
রবিবার চসিকের সম্মেলন কক্ষে নগরীতে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক জনাব, মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.
জনাব, হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব, মিজানুর রহমান, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব, কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক জনাব, মো. হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. জনাব, মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. জনাব, মো. আসিফ খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব, শ্যামল কুমার নাথ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নুসরাত সুলতানা, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জনাব, সেলিম আকতার চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড. জনাব, গাজী গোলাম মাওলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও কোভিড ইউনিটের ফোকাল পারসন অধ্যাপক ডা. জনাব, মো. আবদুস সাত্তার, চসিকের স্বাস্থ্য কর্মকর্তা জনাব, মোহাম্মদ আলী প্রমুখ।
চসিকের প্রশাসক জনাব, মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নতুন বছরে কোভিড-১৯ থেকে মুক্তির জন্য দেশবাসীর সামনে সভ্যতার নতুন অবদান উপস্থাপন করছেন। চলতি মাসের শেষে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে আসার কথা রয়েছে। ভ্যাকসিন নিয়ে আমরা আশাবাদী। এই বিষয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই।
চমেক হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন অধ্যাপক ডা. জনাব, মো. আবদুস সাত্তার বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশনা অনুসারে যে কোন রাষ্ট্রের জ্যেষ্ঠ নাগরিক (সিনিয়র সিটিজেন) অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন পাওয়ার অধিকার রাখে। সেই মতে রাষ্ট্রের সিনিয়র সিটিজেন হলেন ৬০-৬৫ বছর ঊর্ধ্বে নাগরিকগণ।