মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:০০

বাস এবং প্রাইভেটকার সংঘর্ষে ৪ জনের প্রাণহানি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চার জনের প্রাণহানি হয়েছে আর এই ঘটনা নরসিংদীর বেলাবোতে শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা দরিকান্দি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাফায়েত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ভৈরব থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চারজন মারা যান। এই সময় আরও একজন আহত হন। তাকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।