ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জনাব, মাশরাফী বিন মর্তুজাকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ১০০ সদস্যের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব, ওবায়দুল কাদের।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে জনাব, মাশরাফির জনপ্রিয়তা কাজে লাগানোর উদ্দেশ্য তাঁকে এই কমিটির সদস্য করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব, দেলোয়ার হোসেন।
বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকছেন অধ্যাপক জনাব, খন্দকার বজলুল হক। সদস্য সচিব থাকছেন জনাব, দেলোয়ার হোসেন।
উপ কমিটিতে জনাব, মাশরাফি ছাড়াও আরো ছয়জন সংসদ সদস্যকে রাখা হয়েছে। তারা হলেন-পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জনাব, সাবের হোসেন চৌধুরী, জনাব, দীপংকর তালুকদার, জনাব, জাফর আলম, জনাব, আমিরুল আলম মিলন, জনাব, নাহিদ ইজাহার খান ও মমতাজ বেগম। এছাড়াও উপ-কমিটিতে বিশেষজ্ঞ হিসেবেও ১৭ জনকে রাখা হয়েছে।