শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:২৮

কমেছে করোনা শনাক্তের সংখ্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে (কভিড-১৯)। ১২ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করে এই সময়ে নতুন ৯৩২ জন রোগী শনাক্ত হয়েছেন।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৪৭৯জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১০ হাজার ৮০ জনে।
গত একদিনে আরও ১ হাজার ৩৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৩ হাজার ৩১৮ হয়েছে।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে রবিবার (২৭ ডিসেম্বর) দেশে আরও ১০৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৪ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।