ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ট্রাক ও বিপুল পরিমান গাঁজা সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের যৌথ অভিযানিক দল আর এই ঘটনা নওগাঁর মান্দা এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব অফিস থেকে জানানো হয়, মেজর জনাব, মোর্শেদ এর নের্তৃত্বে র্যাব রাজশাহীর স্পেশাল টিম (সিপিএসসি ও র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট কাম্পের) যৌথ অভিযানিক দল শুক্রবার দুপুর ১টার সময় নওগাঁর মান্দা উপজেলার ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক ও ১০৭ কেজি গাঁজা উদ্ধার সহ ঘটনাস্থল থেকে শীর্ষ দুজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন।
আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার তালুক শাকাতি গ্রামের মকছুদুর রহমানের ছেলে মাহবার রহমান (২৩) ও একই উপজেলার ভোটমারী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০)।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব।