ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কমেছে পেঁয়াজের দাম, পাইকারি বাজারে। রাজধানীর বাজারে পাইকারিতে পুরনো পেঁয়াজ ৪০-৫০ টাকায় এবং নতুন পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার কারওয়ান বাজারে এই সব তথ্য পাওয়া গেছে। গত সপ্তাহে নতুন বাজারে আসা মুড়িকাটা পেঁয়াজ ৬০ আর পুরনো পেঁয়াজ ৬৫ টাকা থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছিল। ব্যবসায়ীরা জানান, তিন দিন ধরে ফরিদপুর অঞ্চলের নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। মূলত সেই কারণেই সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজিতে ২০ টাকার মতো।