ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ৩০ লাখ টাকার হেরোইনসহ এক ভাড়াটিয়াকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আর এই ঘটনা মাগুরা শহরের কলেজ পাড়া এলাকায়।
বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মাহমুদুর রহমান রিগ্যানের ঘরে থেকে ৩০ লাখ টাকার হিরোইনসহ তাকে আটক করা হয়। রিগ্যান শহরের সাহা পাড়া এলাকার মর্জি এলাহির ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক জনাব, মো. আব্দুর রহিম জানান, মাগুরা সরকারি কলেজের সাবেক এক অধ্যক্ষের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এই সময় ওই বাড়ি থেকে ভাড়াটিয়া মাহমুদুর রহমান রিগ্যানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার আলমারি থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
আটক রিগ্যানের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।