ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দিনমজুর আব্দুল আজিজ মোল্লা হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া খাতুন ও ভাতিজা নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই ঘটনা সাতক্ষীরার দহাকুলায়। অনৈতিক সম্পর্কে জড়িয়ে তারা আজিজকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব, মীর্জা সালাহ জানান, দিনমজুর আব্দুল আজিজ মোল্লা হত্যাকাণ্ডের পর স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে নিহতের স্ত্রী রোকেয়া খাতুন ও ভাতিজা নজরুল ইসলামের আচরণ সন্দেহজনক হলে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা স্বীকার করে যে অনৈতিক সম্পর্কের জেরে তারা গত শনিবার রাতে আব্দুল আজিজকে বাড়ির পেছনে বাঁশ বাগানে নিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। একই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার দুইজনকে ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্লাপাড়া গ্রামের আব্দুল আজিজ মোল্লাকে বাড়ির পেছনে বাঁশবাগানে দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে পরদিন সদর থানায় একটি মামলা দায়ের করেন।