রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:১৪

এক মাদ্রাসা সুপারের যাবজ্জীবন কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক মাদ্রাসা সুপার আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত
আর এই ঘটনা কুষ্টিয়ার মিরপুর থানার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সোয়া ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় প্রদান করেন এবং আলোচিত শিক্ষার্থী ধর্ষণ মামলায় মাত্র তিন কার্যদিবসে এই রায় প্রদান করেন।
এত দ্রুত সময়ে রায় দেয়ার ঘটনা জেলায় এটিই প্রথম। দেড় মাস আগে এ মামলা দায়ের করা হয়।
আদালত সূত্র জানা গেছে, গত ৩ ও ৪ অক্টোবর মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকায় এক মহিলা মাদরাসায় ১৩ বছরের এক ছাত্রীকে দুই দফায় ধর্ষণ করেন সুপার আব্দুল কাদের। ঘটনার পর ওই কিশোরীর বাবা বাদী হয়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মিরপুর থানা পুলিশ তদন্ত করে মাত্র ৭ দিনের মধ্যে আদালতে গত ১৩ অক্টোবর তাকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
১২ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ গঠনের পর মাত্র তিন কার্য দিবসে সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের দিন ধার্য করেন।