বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:১১

এক ব্যক্তি আটক, ধর্ষণের অভিযোগে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা এবং এই ঘটনা সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের।
গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটক কালাম সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মধ্যপাড়া মহল্লার মৃত মেছের আলী শেখের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যোয় দশ বছরের এক শিশুকে ৫০ টাকার লোভ দেখিয়ে বেড়ানোর কথা বলে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট পিছনে তেলের খেও বিলে নিয়ে যান কালাম। এ সময় বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। পরে বেশ কিছুক্ষণ দেরি হওয়ায় সন্দেহ হলে কয়েকজন এলাকাবাসী বিলের মধ্যে তাকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যাবার সময় কালামকে হাতে নাতে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে । অভিযুক্ত কালামকে আজ রবিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে ।