শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৪

তিন জনের মৃত্যু সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় রংপুরের কাউনিয়ায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কাউনিয়া উপজেলার মহেশা গ্রামের জুম্মারপাড় নামক স্থানের রংপুর কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মহেশা গ্রামের লন্ড্রি ব্যবসায়ী মো. আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) ও ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬)।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি জনাব, আব্দুল লতিফ শাহ জানান, বাসের ঢাক্কায় ঘটনাস্থলেই আশরাফুলের স্ত্রী, ছেলে ও ভাতিজি মারা যান। এ সময় আহত হন আশরাফুলসহ আরও ৪ জন এবং তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।