ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যেখানে প্রতি কেজি আলু ২৫ টাকা এবং পেঁয়াজ ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে ঢাকা রাজধানীর খুচরা বাজারে, সেখানে কৃষকরা পাচ্ছেন এর অর্ধেকেরও কম মূল্য। কৃষক ও ভোক্তার মধ্যে এই দামে বিশাল পার্থক্য কমাতে এবং ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ‘জনতার বাজার’ নামে একটি বিশেষ বাজার চালু করেছেন ঢাকা জেলা প্রশাসন।
গতকাল বুধবার ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাব বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে ‘জনতার বাজার-১’ এর উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব জনাব, ড. শেখ আব্দুর রশীদ। এ সময় ঢাকা জেলা প্রশাসক জনাব, তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব, মাহবুবুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার জনাব, শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব, আবু সাঈদ মো. কামরুজ্জামান প্রমুখ।