শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:০৬

একটি কারখানায় ডাকাতি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশে। বেশ কয়েকজন দুর্বৃত্ত আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে ১৮ শ্রমিককে মারধরের পরে জিম্মি করে ব্যাটারি তৈরির সিসা, প্লেট, কানেক্টরসহ অন্তত ৫৫ লাখ টাকার সামগ্রী লুট করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব সামগ্রী ট্রাকে করে নিয়ে গেছে তারা।
উপজেলার তাড়াশ-বারুহাঁস সড়কের পশ্চিম দিকে হেদার খালে একটি ব্যাটারি কারখানায় এ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের মারধরে কারখানার শ্রমিক আব্দুল হান্নান, মোস্তাক হোসেন, শামীম হোসেনসহ অনন্ত আটজন আহত হয়েছেন। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কারখানার মালিক লিখিত অভিযোগ দিয়েছেন।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের আরও বলেন, খবর পেয়ে দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ব্যাটারি কারখানায় ডাকাতির সত্যতা পাওয়া গেছে এবং ডাকাতি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।