মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৫৮

আবার বেড়েছে সোনার দাম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনার দাম দেশের বাজারে আবার বেড়েছে। প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম বেড়েছে এক হাজার ৫৫৫ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকায়।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
গতকাল বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।