ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের ১৭ দিন পর খালে ভাসমান অবস্থায় ফেনীর ছাগলনাইয়া থেকে রেজিয়া বেগম (৭৪) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। পৌরসভার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের তারেক মেমোরিয়াল হাসপাতালের সামনের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
রেজিয়া বেগম ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ মটুয়া গ্রামের মুহুরি বাড়ির বশির আহাম্মদের স্ত্রী।
স্বজনদের বরাত দিয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।