ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে, ‘ঐতিহ্যকে লালন করে আমার এ দেশ, বাংলার পিঠাপুলি খেতে লাগে বেশ’ এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আইডিয়াল পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে প্রতিষ্ঠানের কলেজ ভবনের মিলনায়তনে ফিতা কেটে এ পিঠা উৎসবের শুভ উদ্বোধন করা হয়। আগামীকাল শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পিঠা উৎসব চলবে। শুক্রবার ছুটির দিন থাকায় পিঠা উৎসবে বিভিন্ন মানুষেরা আসেন।
পিঠা উৎসবের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। হরেক রকমের পিঠায় অতিথিদের আপ্যায়ন করা হয়।