শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৪২

বন্ধ মিলগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু বিজেএমসি’র।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকার ডেমরায় করিম জুট মিলসে বিজেএমসি’র এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী করেন মঙ্গলবার দুপুরে
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বিজেএমসি’র বন্ধ ঘোষিত মিলসসমূহের অবসরপ্রাপ্ত ও অবসানকৃত শ্রমিকদের পাওনা নগদ ও সঞ্চয়পত্রে পরিশোধের কার্যক্রম। খবর ইউএনবি’র।
এসময় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বিজেএমসি’র বন্ধ ঘোষিত মিলসসমূহের অবসরপ্রাপ্ত ও অবসানকৃত শ্রমিকদের পাওনা নগদ ও সঞ্চয়পত্রে পরিশোধের কার্যক্রম শুরু হল। প্রয়োজনীয় নিরীক্ষান্তে একই প্রক্রিয়ায় বাকি মিলগুলোর শ্রমিকদের পাওনাও শীঘ্রই পরিশোধ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সচিব কে. এম. আব্দুস সালাম এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।