রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৮

ডিআইজি আবু কালাম সিদ্দিক, কমিশনার হলেন আরএমপি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়ন করা হয়।
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিককে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
আবু কালাম সিদ্দিক আরএমপি কমিশনার মোঃ হুমায়ুন কবিরের স্থলাভিষিক্ত হলেন। হুমায়ুন কবিরকে আরএমপি কমিশনার পদ থেকে বদলি করে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ডিআইজি করা হয়েছে।
নীলফামারী জেলার কৃতি সন্তান আবু কালাম সিদ্দিক ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের এআইজি এবং দুইটি জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।