মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:০৪

শুভ উদ্বোধন বরিশালে বিএমপি’র সাক্ষ্য ও মামলা তদন্ত সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের।

ডেইলি ক্রাইম বার্তা : সাক্ষ্য ও মামলা তদন্ত সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স-২০২৪ এর দ্বিতীয় ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বরিশাল মেট্রো পলিটন পুলিশ কমিশনার কার্যালয় এর  সম্মেলন কক্ষে। ০৩ ফেব্রুয়ারি  ২০২৪ খ্রিঃ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব, জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়। এ সময় তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের দক্ষতা ও তদন্তের সার্বিক মানোন্নয়নের জন্য মামলা তদন্তে ত্রুটি বিচ্যুতি সমূহ, মামলা তদন্তকারী কর্মকর্তাদের সাক্ষ্য প্রদান ও জেরায় যে সমস্ত ভূলত্রুটি পরিলক্ষিত হয় সে সংক্রান্তে বিশদ আলোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও সম্মানিত প্রশিক্ষক মন্ডলী প্রশিক্ষনার্থীদের মামলা তদন্তে ত্রুটি বিচ্যুতি সমূহ  এবং সিডিএমএস এ মামলা এন্ট্রি প্রক্রিয়া সহ সংশ্লিষ্ট সকল বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব, মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বরিশাল জনাব, মোঃ নুরুল আমিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন)
জনাব, মােঃ আব্দুল ওয়ারেস, সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব, ত. ম রোকনুজ্জামান সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষনার্থীগণ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”