মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ভোর ৫:৪৩

কম টাকায় মোটরসাইকেল আবিষ্কার বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : একটি পুরাতন বাইসাইকেল তিন হাজার টাকায় ক্রয় করেন ওয়ার্কসপ মেকানিক্যাল ৬৩ বছর বয়সি আব্দুর রাজ্জাক বেপারী এবং সেই বাইসাইকেলটি কে একটি মোটোরসাইকেলে রুপ দিয়েছেন তিনি, আর এ ঘটনা বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন টরকী বাসস্ট্যান্ডের।
প্রথমে ওই বাইসাইকেলটি ব্যাটারি দিয়ে চালিয়েছেন দীর্ঘদিন। পরে চিন্তা করলেন এই বাইসাইকেলটি মডিফাই করে কিভাবে একটি মোটরসাইকেল তৈরি করা যায়। বয়স যে কোন বাধা নয় তা প্রমাণ করলেন ৬৩ বছর বয়সি আব্দুর রাজ্জাক বেপারী।
তার সেই চিন্তা ভাবনা থেকেই আবিষ্কার করলেন একটি পেট্রোল চালিত মোটরসাইকেল। যা তৈরিতে খরচ হয়েছে মাএ ২৫ হাজার টাকা। পুরাতন বাইসাইকেলটি ক্রয় করেছিলেন তিন হাজার টাকায় এবং ইঞ্চিন ক্রয় করেন ১৮ হাজার ৫ শত টাকায়। তার মোট খরচ হয়েছে অন্যান্য যন্ত্রাংশসহ প্রায় ২৫ হাজার টাকারমত।
মোটরসাইকেল আবিষ্কারের পর থেকে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন আবিষ্কারক আব্দুর রাজ্জাক বেপারী। তিনি সুন্দরদী মহল্লার মৃত: আ: গফুর বেপারীর পুত্র। মোটরসাইকেল তৈরির পর থেকেই এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে নানা বয়সী মানুষ।
মোটরসাইকেল টি এক লিটার পেট্রোল বা অকটেনে ভরলে প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে দুইজন আরোহী নিয়ে। এক বার দুই লিটার পর্যন্ত পেট্রোল বা অকটেন ভরা যায় এই মোটসাইলেকটিতে। তেল শেষ হয়ে গেলে পা দিয়ে বাইসাইকেলটি চালানো যায়। রাখা হয়েছে সে ব্যবস্থাও।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”