ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাঙ্গনগুলোকে মাদক ও র্যাগিংমুক্ত রাখতে হবে। দেশের শিক্ষকদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর জন্য শিক্ষকদেরও দায়বদ্ধতা রয়েছে। সবাইকে এ কাজে সচেষ্ট হতে হবে। প্রয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক নানা আয়োজন করতে হবে। এগুলো করা গেলে ক্যাম্পাসগুলোতে সত্যিকারের সোনার মানুষ তৈরি হবে, যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।